পাবনা পৌরসভার বাজেট ঘোষনা
নতুন করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌরসভার হিসাব রক্ষক শহীদুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুসহ পৌরসভা সকল কাউন্সিলর,রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা।
No comments