গণপরিবহন বন্ধ ৭ জুলাই পর্যন্ত
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক রেল ও নৌ-পথে গণপরিবহন (যন্ত্রচালিত) চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে আকাশপথে উড়োজাহাজের অভ্যন্তরীণ রুটে চলাচলও বন্ধ থাকবে।
তবে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে পারবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক যাত্রার টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।
সোমবার থেকেই দেশে গণপরিবহন ও শপিং মলগুলো বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
No comments