দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি এমিলি
টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ নিয়ে তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন।
এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সচিব নাসির হোসেন বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করতে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে যান এমপি।তিনি আরও বলেন পরে ঢাকায় ফিরে এসে করোনা উপসর্গ দেখা দিলে ৬ জুলাই জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে নমুনা পরীক্ষা করাতে দেন তিনি। পর দিন বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টেনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর প্রথমবার করোনায় আক্রান্ত হন এমিলি। সুস্থ হওয়ার পর চলতি বছর টিকাদান কার্যক্রম শুরু হলে গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনার টিকা নেন।
No comments