ঈশ্বরদীতে গ্রেফতার ৩ জুয়াড়ি
ঈশ্বরদীতে পুলিশী অভিযানে ৩ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। শহরের আমবাগান এলাকা হতে রবিবার রাতে জুয়া খেলা অবস্থায় জাবেদ আলী (৪০), খোকন আলী (৩২) এবং সেলিম (৩০) কে আটক করার বিষয়টি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শহীদুল ইসলাম জানান, পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে জুয়াড়িদের আটক করা হয়েছে। এসময় খেলার তাস ও ৩,৯৬০ টাকা জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। Advertisement
থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে
No comments