× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নিরাপদ ভ্রমনে পাবনা জেলা পুলিশের নির্দেশনা

করোনা ও ঈদ দুটোকেই সুমন্নত রাখতে কঠোর অবস্থানে পাবনা পুলিশ। নিরাপদ ভ্রমনের জন্য নির্দেশনাও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জনস্বার্থে তা তুলে ধরা হলো প্রিয় পাবনাবাসী আজ ঈদের দ্বিতীয় দিন। আপনারা অনেকেই আত্মীয় স্বজনের বাসায় যাবেন, ঘুরতে বের হবেন। প্রথমেই মাস্ক পরুন, মটরস্ইকেল আরোহীরা হেলমেট পরুন, তিনজন আরোহী ও দ্রুতগতি ত্যাগ করুন, আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে মটর সাইকেল তুলে দিবেন না।বিনোদন কেন্দ্রে ভীড় করবেন না। Advertisement
ঈদ পরবর্তী সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনা শহরের বিভিন্ন এলাকা ও বিনোদন পার্কে এবং জেলার অন্যান্য থানার গুরুত্বপূ্র্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলসহ সকল যানবাহন তল্লাশী ও মাস্কবিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ চলছে। পাবনা জেলা পুলিশের মোবাইল টিমগুলো এ চেকপোস্ট ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। আপনার ঈদ আনন্দময় হোক। জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন। Advertisement

No comments