× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



কুষ্টিয়ায় হিন্দু বৃদ্ধর লাশ সমাহিত করলেন মুসলিম যুবক


 
কুষ্টিয়ায় হিন্দু বৃদ্ধর লাশ সমাহিত করলেন মুসলিম যুবকরা। রবিবার (৪ জুলাই) মিরপুর উপজেলার পৌর শ্মশানের ঘটনা এটি। কুষ্টিয়ার মিরপুরে করোনায় মারা যাওয়া স্বামীর লাশ নিয়ে পুরো রাত শ্মশানে কাটিয়েছেন কল্পনা রানী কর্মকার নামে এক বৃদ্ধা। লাশ সৎকারে শ্মশান কমিটি কিংবা আত্মীয়-স্বজন কেউ এগিয়ে আসেননি। রবিবার দুপুরে সুলতানপুর গ্রামের কয়েকজন মুসলিম যুবকের সহায়তায় শ্মশানের পাশে লাশ সমাহিত করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার (০৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকারের (৭০) মৃত্যু হয়। রাতেই অ্যাম্বুলেন্সযোগে মিরপুর পৌর শ্মশানে তার লাশ নিয়ে যান স্ত্রী কল্পনা কর্মকার। মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় শ্মশানে আসেননি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। লাশ সৎকারে অনীহা প্রকাশ করেন স্বজনরাও।


কল্পনা রানী কর্মকার জানিয়েছেন, অ্যাম্বুলেন্স লাশ নিয়ে যখন শ্মশানে পৌঁছায় তখন মধ্যরাত। শ্মশান কমিটির সদস্যদের বিষয়টি জানালে শ্মশানের গেটের চাবি দিলেও আসেননি কেউ। লাশ নামিয়ে অ্যাম্বুলেন্স ফেরত যায়। এরই মধ্যে শুরু হয় বৃষ্টি। পরে লাশ শ্মশানের পাশে রেখে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন কল্পনা। সেখানে একাই রাত পার করে দেন। সকাল পর্যন্ত অপেক্ষার পরও লাশ সৎকারে আত্মীয়-স্বজন কিংবা শ্মশান কমিটির কেউ আসেননি। দুপুরে সুলতানপুর গ্রামের কয়েকজন মুসলিম যুবকের সহায়তায় শ্মশানের পাশে লাশ সমাহিত করা হয়। 

                                                                   Advertisement


No comments