বগুড়া জেলার এসপি হলেন সুদীপ চক্রবর্ত্তী
সম্প্রতি বগুড়া জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে সুদীপ কুমার চক্রবর্ত্তীকে। ১১ জুলাই রাষ্ট্রপতির আদেশে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন পেয়ে সুদীপ চক্রবর্ত্তী বলেন, মহান সৃষ্টিকর্তার কৃপা, মাননীয় প্রধানমন্ত্রীর অশেষ বদান্যতা ও মহত্ব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সানুগ্রহ ওদার্য, পিতামাতার আশীর্বাদ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভাশিস, সহধর্মিণী ও আত্মজাদের ঐকান্তিক শুভকামনায় পুলিশ সুপার, বগুড়া জেলা হিসেবে পদায়ন হয়েছে। Advertisement
শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সর্বোপরি পরিবার ও আত্মজাদের উদাত্ত স্নেহ, আশীর্বাদ, শুভকামনা, সহযোগিতা, অনুপ্রেরণা চলার পথের পাথেয়।
মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদ পুলিশ সুপার, বগুড়া জেলা। সম্মানিত সকলের আন্তরিকতা ও সহযোগিতায় বগুড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনের অধিকার সমুন্নত রাখা ও জননিরাপত্তা বিধানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা দিয়ে সচেষ্ট থাকবো।
No comments