ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু
ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক ও চরমিরকামারী মাথালপাড়া জয়েন উদ্দিন খানের ছেলে আমিরুল ইসলাম খান করোনা আক্রান্ত হয়ে গতকাল রবিবার তাঁকে রাত ১২টায় মারা গেছেন। Advertisement
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, আমিরুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। সে রূপপুর প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক ছিলেন। ঈশ্বরদী শহরের শৈলপাড়ার শাহীন হোসেনের স্ত্রী রিমা খাতুন (৩৬) করোনা উপসর্গ নিয়ে সোমবার ভোর ৫টায় মারা গেছেন। এলাকাবাসী শামীম জানান, রবিবার রাতে রিমা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পরলে তাঁকে ঢাকা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে ভোর ৫টায় মারা যায়। রিমা খাতুনের স্বামী ঈশ্বরদী স্টেশনের রোডের হার্ডওয়ার ব্যবসায়ী শাহীনও করোনায় আক্রান্ত। অপরদিকে, মুলাডুলি ইউনিয়নের চকনারিচা বাগবাড়িয়া গ্রামের রিজু প্রামানিক (৬০) করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। সে ঢাকায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত গতকাল রবিবার সকালে মারা যান। রবিবার বিকালে চকনারিচা বাগবাড়িয়া গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
No comments