× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



লকডাউন চার সপ্তাহ বাড়ছে

চলমান লকডাউন আরও চার সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এর কারণ হিসেবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (২৮ জুলাই) কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়। Advertisement
সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে লকডাউন আরও চার সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। ফলে ঘোষিত বিধি নিষেধ আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।’Advertisement
সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে করোনার ডেল্টা সংক্রমণ শুরু হয় সিডনিতে। এদিকে, দেশটিতে করোনা প্রতিরোধে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।

No comments