× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে নিখোঁজের সাতদিন পর লাশ উদ্ধার

এস আই নাঈমঃ পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৭ দিন পর রায়হান হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) সকালে পাকশী হার্ডিঞ্জব্রীজের পাশে রায়হানের মরদেহ ভেঁসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধারের পর রায়হানের স্বজনরা তা শনাক্ত করেন। ১৩ জুলাই সকাল সাড়ে ১০টায় পদ্মা নদীতে মাছ ধরে ডিঙ্গি নৌকায় ফেরার পথে স্রোতে নৌকা উল্টে রায়হান তলিয়ে যায়। এরপর ঈশ্বরদী দমকল বাহিনী ও রাজশাহী থেকে ডুবুরি দল সাঁড়ার শেখেরচক এলাকায় পদ্মা নদীতে দিনভর অভিযান চালিয়ে রায়হানের লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন। রায়হান হোসেন সাঁড়া ইউনিয়নের শেখেরচক গ্রামের নূর মোহাম্মদের ছেলে। Advertisement
ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের দলনেতা জহিরুল ইসলাম বাবু জানান, রায়হান নিখোঁজের পর রাজশাহী ডুবরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওইদিন নদীতে অভিযান চালায়। তীব্র স্রোতের কারণে রায়হানের মরদেহ খোঁজে পাওয়া যায়নি। সোমবার তাঁর মরদেহ হার্ডিঞ্জ ব্রীজের সংলগ্ন নদীতে ভেঁসে উঠলে পুলিশ উদ্ধার করে।

No comments