× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীর তুহিন এবছর নিয়ে এলেন জরুরী অক্সিজেন




খায়রুল বাসার মিঠু
গত বছর কোভিড ১৯ মোকাবেলায়  লক ডাউনে“ ভাল বাসার গাড়ী পৌঁছে যাবে বাড়ী বাডী”  এই শ্লোগানে এক হাজার পরিবারের কাছে এক মাসের খাবার পাঠিয়েছিলনে ঈশ্বরদীর সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ জালাল উদ্দীন তুহিন । ঈশ্বরদীতে করোনা সনাক্ত সাম্প্রতিক বেড়েছে ব্যাপকহারে। তাই এই বছর অক্সিজেন নিয়ে হাজির হতে চান ভালবাসার মানুষদের কাছে। তিনি বলেন, এবার মহামারী এতটাই প্রকট ( ডেল্টা ) ঈশ্বরদী এখন পাবনা জেলার করোনার হটস্পট,  মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। খাদ্যের চেয়ে অক্সিজেন জরুরী , তাই  ঈশ্বরদীর করোনার রোগীদের সাহায্যে ২০টি সিলিন্ডার ও সহযোগী কিট সহ একটি গাড়ী ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আশা করি অক্সিজেনের অভাবে মৃত্যুর হার কমবে। উল্লেখ্য যে গতবছরের মানবিক কর্মকান্ডের কারণে তুহিনের নাম ব্যাপকভাবে আলোচিত হয়।
 

No comments