দুই ট্রাকের মাঝে প্রাণ গেল যুবকের
মোঃ খায়রুল বাশার (মিঠু)
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় হামিজ উদ্দিন শেখ (৩৫) নামে সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ঈশ্বরদী - পাবনা আঞ্চলিক মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইকেল চালক হামিজ শেখ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিন শেখ এর ছেলে। পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আমাদের সংযোগকে জানান, দাশুড়িয়া থেকে যাওয়া একট্রি ট্রাক ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের পাবনা চিনিকলের সামনে দাড়িয়ে ছিল। পিছনে থাকা আরেকটি দ্রুত গতিতে আসা ট্রাক ওভারটেক করতে গিয়ে সাইকেল চালক কৃষক হামিজ শেখকে সজোড়ে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় দুই ট্রাকের মাঝে পড়ে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই সাইকেল চালক নিহত হয়। Advertisement
খবর পেয়ে পাকশি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পাকশি হাইওয়ে ওসি মনিরুজ্জামান আরও জানান, পাকশি হাইওয়ে পুলিশ দুটি ট্রাক আটক করেছে, ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশি হাইওয়ে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।।Advertisement
No comments