× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জনসেবায় অহর্নিশ পাবনা জেলা পুলিশ


লকডাউন ও বৃষ্টি সবমিলিয়ে  ১লা জুলাই অন্যরকম একটি দিন ছিল পুলিশ বাহিনীর জন্য। তবে দিনটিকে যথার্থভাবে কার্যকর করলেন পাবনা জেলা পুলিশ। জনগনকে ঘরে রাখতে সাথে রাস্তায় বিপদে পরা মানুষকে ঘরে ফিরতেও কাজ করছে পাবনা পুলিশের চৌকস টিম। তেমনি একটি ঘটনার বিবরন ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠছে। তার হুবহু তুলে ধরা হলো:
সকাল থেকেই মাঠে আমরা। সকালে পাবনা জেল পুলিশের সকল সিনিয়র অফিসারসহ লকডাউন কার্যকরে টহল করছিলাম। প্রবল বৃষ্টিতে রেইনকোট গায়ে রাস্তার মোড়ে মোড়ে আমাদের সদস্যরা, অনেকে ছাতা হাতে। সদরের টহল শেষ করে জালালপুর বাজারে এসে প্রবল বৃষ্টি, সেখানে একটু বিরতি নেয়ার জন্য থামতে চোখে পরল, বাজারে কয়েকজন আড্ডা দিচ্ছেন, হাতে ছাতা থাকায় তাদেরকে বাড়ি যেতে বললাম। বাজারের এক কোনে একটা বেন্চে বসা জনৈকা মহিলা ও তার শিশু বাচ্চা; বুঝলাম কোন যানবাহন না পেয়ে আটকা পরেছেন;জিজ্ঞেস করলাম কোথায় যাবে? জানালেন বাড়ী ২/৩ কিমি দূরে; দেখলাম এই বৃষ্টিতে এতটা পথ বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না, বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই। এর আগে একটা গাড়ী থামিয়েছিলাম, সে কুষ্টিয়া থেকে ফিরছিল,জরুরী কাজে গিয়েছিল বিধায় আটক না করে তাকেই বললাম মহিলাকে বাড়ীতে নামিয়ে দিতে। সাথে এক কনস্টবলকে দিয়ে দেয়া হল । মহিলা ও তার শিশু বাচ্চাকে নিরাপদে বাড়ীতে পৌছে দিয়ে আসা হল।
এভাবেই আপনাদের পাশে থাকতে চাই আমরা। সকলের সহযোাগিতা কামনা করছি।
পুলিশ সুপার
পাবনা
 

No comments