কোলের দুই শিশুপুত্রকে রাস্তার ফেলে গেলেন মা
বগুড়ার শাজাহানপুরে কোলের দুই শিশুপুত্রকে রাস্তার পাশে ফেলে পালিয়েছেন মা। পরে শিশু দুটিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রিপন আহমেদ নামে এক কনফেকশনারি দোকানি জানান, দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শিশুপুত্রকে কোলে নিয়ে এক নারী ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর শিশু দুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন জড়ো হয়। পরে জানা যায়, শিশু দুটির মা তাদের ফেলে পালিয়েছেন। জানাজানি হওয়ার পর শিশু দুটির পরিচয় পাওয়া গেলে স্বজনদে খবর দেয়া হয়। Advertisement
স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী জানান, খবর পেয়ে শিশু দুটির দাদা তাদের বাড়ি নিয়ে যান। শিশু দুটির বাবা রঞ্জিত প্রামাণিক। বাড়ি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়া।
শিশুর দাদা অমূল্য প্রামাণিক জানান, ১০ বছর আগে নওগাঁর আত্রাই উপজেলার মনোয়ারী গ্রামে তার ছেলে রঞ্জিতকে বিয়ে করান। বর্তমানে তার ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জেরে কাউকে কিছু না বলে ছেলের বউ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। পরে ছেলে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে শ্বশুরবাড়িতে তাদের আনতে যান। কিন্তু তার স্ত্রী না এসে সেখানে তাকে অপমান অপদস্ত করে। এনিয়ে সেখানে সলিশ-বৈঠকও হয়। Advertisement
এদিকে ঢাকায় পোশাক কারখানা খোলার খবর পেয়ে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ইতিমধ্যে খবর পান তার দুই নাতিকে তার মা রাস্তার পাশে ফেলে পালিয়েছে। ছেলের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
No comments