× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পুলিশের সহায়তায় বৃদ্ধা মা'কে খুঁজে পেল তার সন্তান

সন্তোষ দাস বিশেষ প্রতিবেদক ১৬ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় দশটা। পাবনা পৌরসভার রাধানগর ইছামতি স্কুলের পাশে পৌরসভার ড্রেনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জনৈকা এক বৃদ্ধাকে। দেখামাত্রই জনৈক এক ব্যক্তি কল করেন পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সরাকরী ফোনে। পুলিশ সুপার বিষয়টি জেলা পুলিশ কন্ট্রোলরুম কে জানিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বললে সদর থানার এসআই তোজাম্মেল হক এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোছাঃ সখিনা বেগম (৭০) কে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে। পরে তথ্যের ভিত্তিতে তার পুত্র হোসিয়ারী শ্রমিক মোঃ আজাহার আলী (৩৫) কে খুঁজে বের করে উদ্ধারকারী কর্মকর্তা এস আই মোঃ তোজাম্মেল হক, পাবনা থানা, পাবনা স্থানীয় লোকজনের উপস্থিতিতে পাবনা থানা, পাবনা'র ডিউটি অফিসারের কক্ষে হস্তান্তর করা হয়। Advertisement
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বৃদ্ধা সখিনা বেগম পাবনা সদরের চর শিবরামপুরের, দোগাছির মোঃ কোমল সরদারের স্ত্রী।

No comments