চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব্ ইউনুস আলী, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া
ঈশ্বরদী রেলওয়ের অবসরপ্রাপ্ত ট্রেন টিকেট পরিদর্শক (টিটিই) ইউনুস আলী (৭০) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-রাজেউন)। সোমবার (৫ জুলাই) ঢাকা শহীদ সাহরোয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেন।ইউনুস আলী ঈশ্বরদীর সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন। তিনি ঈশ্বরদী মাহাবুব আহমেদ খান স্মৃতি সংগীত বিদ্যালয়ের মহাপরিচালক ও ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ইউনুস আলীর মৃত্যুর খবরে ঈশ্বরদীর সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
No comments