দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
রংপুরের মিঠাপুকুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। রোববার সকালে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানা পুলিশের ওসি মো. আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।
Advertisement
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments