চাটমোহরে মোবাইল জুয়া পরিচালনাকারী চক্র গ্রেফতার
মোবাইল এ্যাপস ব্যবহার করে জুয়া পরিচালনাকারী চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অভিযানে চাটমোহর থানা এলাকা হতে মোবাইল নেটওয়ার্ক মাধ্যমে জুয়া পরিচালনা চক্রের মুলহোতা মোঃআশরাফুজ্জামান @ ফারুকসহ তিন জনকে আটক করে। আটককৃত মোঃ আশরাফুজ্জামান@ ফারুক (২৬) পিতা-মোঃ আরশেদ আলী সাং- দোলং, মোঃ কাওসার আলী (২২) পিতামৃত- মোসলেম উদ্দিন সাং-বোঁথর ও মোঃ কবির হোসেন @ খবির(৪০) পিতা-মোঃ হয়রত আলী সাং- দোলং সর্বথানা- চাটমোহর জেলা-পাবনা। এসময় নগদ ৭০০/ টাকা এবং জুয়া খেলার হিসাব সংক্রান্ত কাগজ পত্র এবং ৩ টি মোবাইল ফোন সহ ১ নং আসামির বাড়ি থেকে এসকল ডিজিটাল জুয়াড়িদের ধৃত করে। তারা দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করিয়া এলাকার যুব সমাজসহ সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে। মূলত অনলাইনে বিভিন্ন এপসের মাধ্যমে খেলা পরিচালনা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা টাকা লেনদেন করে।Advertisement
No comments