পাবনা জেলার করোনার হটস্পট এখন ঈশ্বরদী
গত কয়েকদিনের পরিসংখ্যানে পাবনা জেলার করোনার হটস্পট হয়ে উঠেছে ঈশ্বরদী উপজেলা। গত কয়েকদিন উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সনাক্ত। তবে সনাক্তের বেশিরভাগই বহিরাগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক। ঈশ্বরদীতে বিভিন্ন বড় বড় কর্মপ্রতিষ্ঠান থাকায় বাড়ছে বলে মনে করেন অনেকে।
ঈশ্বরদীতে গত ১ জুলাই সর্বোচ্চ ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন। এই দিনে পুরো পাবনা জেলাতে করোনা সনাক্ত হয় ১৯২ জন। এনিয়ে ঈশ্বরদীতে সরকারী হিসাবে এক সপ্তাহে সর্বমোট করোনা আক্রান্ত ৫৮০ জন আর বেসরকারী ভাবে করোনা আক্রান্ত ১৩৮৬ জন। এর আগে ৩০ জুন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১১৪ জন । ২৯ জুন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৩ জন । ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম তথ্য নিশ্চিত করে বলেন, সরকারিভাবে ও বেসরকারি ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট এসেছে। আক্রান্তদের বেশিরভাগই ঈশ্বরদীর বহিরাগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক। আক্রান্ত দের সবাই নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন ।
ঈশ্বরদীতে গত ১ জুলাই সর্বোচ্চ ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন। এই দিনে পুরো পাবনা জেলাতে করোনা সনাক্ত হয় ১৯২ জন। এনিয়ে ঈশ্বরদীতে সরকারী হিসাবে এক সপ্তাহে সর্বমোট করোনা আক্রান্ত ৫৮০ জন আর বেসরকারী ভাবে করোনা আক্রান্ত ১৩৮৬ জন। এর আগে ৩০ জুন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১১৪ জন । ২৯ জুন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৩ জন । ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম তথ্য নিশ্চিত করে বলেন, সরকারিভাবে ও বেসরকারি ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট এসেছে। আক্রান্তদের বেশিরভাগই ঈশ্বরদীর বহিরাগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক। আক্রান্ত দের সবাই নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন ।
No comments