হোমিওপ্যাথিক চিকিৎসক নজরুল ইসলাম আর নেই, এমপি'র শোক প্রকাশ
করোনা মহামারী কেড়ে নিল আরেক সম্মুখ করোনা যোদ্ধাকে ঈশ্বরদীর হোমিওপ্যাথিক অঙ্গনের বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, পাবনা জেলার সদস্য ,ডিএইচএমএস ডক্টরস এ্যাসোসিয়েশন ঈশ্বরদী পাবনা জেলার অন্যতম সদস্য, মুলাডুলির ডাঃ নজরুল ইসলামকে। শনিবার সকাল ১০.১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। (ইন্না্ লিল্লাহি্ ওয়া্ ইন্না্ ইলাহি্ রাজিউন্) । তাঁর এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস ও হোমিওপ্যাথিক_প্রাকটিশনার্স_এসোসিয়েশন_ঈশ্বরদী। হোমিওপ্যাথির উন্নয়নে তাঁর প্রচেষ্টা ও অবদান স্বরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
No comments