চার টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা
দুই পাতা নাপা (৫০০ মি.গ্রা) ওষুধের দাম ১৬ টাকা। কিন্তু বিক্রি করা হয় ২০ টাকায়। চার টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় মেসার্স জিলান মেডিকেল হলকে এ জরিমানা করা হয়। advertisement
অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, ‘মেসার্স জিলানি মেডিকেল হল দুই পাতা নাপা (৫০০মি.গ্র.) ট্যাবলেটের দাম ১৬ টাকার স্থলে ২০ টাকা রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
No comments