সলিমপুর ইউনিয়নের ৪,২২১ জন দুস্থদের মাঝে চাল বিতরণ
খায়রুল বাশার (মিঠু)
ঈশ্বরদীতে পবিত্র ঈদুল- অযহা উপলক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ অনুদানের চাল বিতরণ করা হয়েছে। ১৫ই জুলাই বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। Advertisement
চাল প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি,এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ট্যাগ অফিসার ও উপ-প্রকল্প কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম সার্বিক দিক নির্দেশনা ও অনুষ্ঠানের তত্বাবধায়ক ছিলেন সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সলিমপুর ইউনিয়নের ৪,২২১ জন দুস্থ্য নারী পুরুষদের মাঝ জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।
No comments