বাবা-মার কাছে ফিরতে চাই কাওসার
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার ছেলে কাওসার তার বাবা-মার কাছে ফিরতে চাই। তার মা ফজিলা দাশুড়িয়ার দুলালের চাতালে কাজ করে। বাবা শফিকুল ঢাকায় থাকে কিন্তুু ছেলেটি বাড়ির রাস্তা হারিয়ে এখন মহিমাগঞ্জ সোনারপাড়া চারমাথায় দুলালের বাড়িতে আছে। ছেলেটিকে যদি চিনেন বা তার পরিবারকে সন্ধান দিবেন।
এযোগাযোগ নাম্বারঃ০১৭৩৫৫৯১১২৯(দুলাল) ০১৭৫০৮৮২৬৮২(আব্দুল্লাহ)
No comments