ঈশ্বরদীতে মাদকের আসামীর মাদকেই মৃত্যু
ঈশ্বরদীতে ৭ টি মাদক মামলার আসামী মিজানুর রহমান (৪৮) বিষাক্ত মদ পান করে মারা গেছেন। সে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জানা যায়, গত শনিবার মিজানুর কুষ্টিয়ার দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্ত এলাকা বন্ধুদের সঙ্গে গিয়ে মদ পান করেন। মিজানুর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার নেওয়ার পর মিজানুর ওই রাতেই বাড়িতে ফিরে যায়। Advertisement
রোববার সন্ধ্যায় মিজানুর আবারো অসুস্থ বোধ করলে তাঁকে পাবনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মিজানুর রহমান একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে।
No comments