বরযাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা
সিলেটে লকডাউন অমান্য করে বিয়ে করে কনে বাড়ি যাওয়ার পথে গাড়ি থামিয়ে বরযাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেলে নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে বিয়ের গাড়ি আটকানো হয়।
জানা গেছে, বিয়ে করে নববধূকে নিয়ে নগরের ছড়ারপাড় এলাকায় বাড়ি যাচ্ছিলেন বর। ওই গাড়িতে আরও ৯ জন ছিলেন। নগরের হুমায়ুন রশিদ চত্বরে আসামাত্র গাড়িটি চেকপোস্টে আটকান ট্রাফিক পুলিশ সদস্য। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি বরযাত্রীরা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া এসে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ে করে বরযাত্রী যাওয়ার সময় তাদের আটকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া তাদের জরিমানা করেন।
No comments