× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে মোবাইল কোর্ট পরিচালনা মামলা ১৯, জরিমানা ১০৯০০

ঈশ্বরদীতে চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় মাস্ক ব্যবহার না করায় ১২ জন পথচারীকে আটক করে ঈশ্বরদী থানায় আনা হয়। পরে এদের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়াও সরকারি বিধি অমান্য করে অপ্রয়োজনে সড়কে চলাচলের অভিযোগে ১৯টি মামলা দায়ের করা হয় ও ১০৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। Advertisement

No comments