× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে হটলাইন অক্সিজেন সেবার উদ্বোধন করলেন নুরুজ্জামান বিশ্বাস এমপি

ফারাবি বিন সাকিবঃ ঈশ্বরদীতে করোনা রোগীদের হটলাইন অক্সিজেন সেবার উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। রবিবার (১৮ জুলাই) শহরের আকবরের মোড়ে নিঃশ্বাস সহায়তা কমিটির উদ্যোগে এ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।
যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের উদ্যোগে ও তত্বাবধায়নে সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, যুবলীগ নেতা মোশাররফ হোসেন নয়ন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ নেতৃবৃন্দ। পরে কমিটির পক্ষ হতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ৫টি ও আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। ঈশ্বরদী হাসপাতালের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান, ডাঃ এ জেড ফয়েজ, স্যানেটারী ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন প্রমূখ উপস্থিত ছিলেন। আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার প্রদানের সময় আটঘরিয়ার ইউএনও ফোয়ারা খাতুন, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ও থানার ওসি হাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। ##

No comments