প্রধানমন্ত্রীর নের্তৃত্বে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করা হবে-নূরুজ্জামান বিশ্বাস
‘প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’ শ্লোগাণকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে ভার্চুয়ালি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১১ জুলাই) দিবসটি পালন উপলক্ষ্যে ভার্চুয়ালি সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে এমপি বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করা হবে। তিনি এসময় পরিবার পরিকল্পনা বিভাগে বিভিন্ন কর্ম দক্ষতায় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা বিভাগের শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন। সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন।
Advertisement
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। ##
No comments