× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



একটি ম্যাসেজে উদ্ধার হলো একটি প্রাণী

পুলিশ সুপার মহিবুল ইসলাম। পাবনা জেলার একজন চৌকস পুলিশ অফিসার। কর্মদক্ষতায় সম্প্রতি অর্জন করেছেন রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরষ্কার। সম্প্রতি একটি ম্যাসেজ পেয়ে একটি প্রাণীকে উদ্ধারে সহযোগীতার হাত বাড়িয়ে আবারো আলোচনায় তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া সেই ঘটনা তুলে ধরা হলো রাত ১০ টার দিকে রাতিন মেসেজ দিল। একটা স্ক্রিনশট, ও জানে কল দিলে আমি রিসিভ করবনা। আমার সরকারী নম্বরে আমি প্রায় সব কল রিসিভ করি, তাই পারসোনাল নম্বরে সচরাচর মেসেজেই কাজ সারি। জানালো কি একটা কাজে সাহায্য প্রয়োজন। এবার আমিই কলব্যাক করলাম, একটা বিড়ালের বাচ্চা আটকা পরেছে ড্রেনেজ সিস্টেমে,সেটাকে উদ্ধার করতে হলে ড্রেনের স্লাব ভাঙ্গতে হবে, এলাকার কিছু লোক তা করতে দিবেনা। রাতিন পাবনার ছেলে । ভাল গান গায়। আমার আগ্রহে ওযারফেজ কাভার করে প্রায়ই, সে সূত্রেই পরিচয়। ওরা সম্প্রতি একটা সংগঠন করেছে, ভয়েজ ফর ভয়েজলেস নামে(নামটাও আমিই সংশোধন করে দিয়েছিলাম) প্রানীদের নিয়ে কাজ করে। কয়েকদিন দেখেছি করোনায় পাবনা সদরের রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের খাবার দিতে। Advertisement
ছোট্ট একটা বিড়াল ছানা। একটা প্রাণ। ওসি সদর কে কল দিয়ে বললাম সাহায্য করতে। রাতিনকে বললাম থানায় যেতে। থানায় গিয়ে ওসি সহ ওরা ঘটনাস্থলে গেল; একাজে দক্ষতা আছে আমাদের ফায়ার সার্ভিস সদস্যদের। তাদের সহায়তায় ও আল্লাহর ইচ্ছায় রক্ষা পেল একটা অবলা প্রাণী। রাতিন সহ একাজে জড়িত সকলের জন্য দোয়া ও শুভকামনা।

No comments