মাইক হাতে বাজারে ইউএনও
সরকারে দ্বিতীয় মেয়াদের কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে শুক্রবার সকাল থেকে মাঠে নেমেছেন কমলগঞ্জের ইউএনও আশেকুল হক। বাজারে বাজারে ঘুরছেন হ্যান্ডমাইক হাতে নিয়ে। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিকাল ৬টা পর্যন্ত উপজেলার ভানুগাছ বাজারে হ্যান্ডমাইক হাতে নিয়ে ব্যবসায়ী ও বাজারে আগত জনসাধারণকে ঘরে ফিরে যেতে আহ্বান জানান।
তিনি কাঁচাবাজার বিকাল ৩টার পর বন্ধ রাখার অনুরোধ জানান। এর আগে উপজেলার সমসেরনগর, আদমপুর,মুন্সিবাজারসহ উপজেলা বিভিন্ন বাজারে যৌথ টহল পরিচালনা করেন।
Advertisement
সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা সালমানের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা সঙ্গে ছিলেন। ভানুগাছ বাজারে অভিযানে সঙ্গে ছিলেন ভানুগাছ বাজার পৌরবনিক সমিতির সম্পাদক সানোয়ার হোসেন, সহসভাপতি মামুনুর রশীদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, আজ প্রথম দিন কিছুটা কঠোর করা হয়নি। শনিবার থেকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
No comments