× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে কঠোর অবস্থানে পুলিশ, ঘরে থাকার আহবান

 
 


গত কয়েকদিনের পরিসংখ্যানে পাবনা জেলার করোনার হটস্পট হয়ে উঠেছে ঈশ্বরদী উপজেলা। গত কয়েকদিন উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সনাক্ত। ঈশ্বরদীর করোনা সংক্রমন কমাতে তাই কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। শনিবার সকালে পাবনা পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম পুরো ঈশ্বরদী উপজেলায় টহল দেয়। এসময় বাইরে না থাকতে ও মাস্ক ব্যবহারের জোর দেওয়া হয়।
ঈশ্বরদীতে ৩ জুলাই ১১৪ জন ২ জুলাই সর্বোচ্চ ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১ জুলাই আক্রান্ত হন ১৪৪ জন। এর আগে ৩০ জুন ২৪ ঘন্টায়  করোনা আক্রান্ত  হয়েছে ১১৪ জন ।  ২৯ জুন ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত  হয়েছে ৪৩ জন । ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খানম তথ্য নিশ্চিত করে বলেন, সরকারিভাবে ও বেসরকারি ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট এসেছে। আক্রান্তদের বেশিরভাগই ঈশ্বরদীর বহিরাগত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক।  আক্রান্তদের সবাই নিজ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন । ##

No comments