× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনাতে জুয়াবিরোধী অভিযানে আটক ৪

সন্তোষ দাস বিশেষ প্রতিবেদকঃ মাদক ও জুয়ারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান করছে পাবনা জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার মহিবুল ইসলামের নির্দেশনায় গত ১৮ জুলাই রবিবার রাতে পাবনা গোয়েন্দা শাখার অভিযানে ২,৬৫,৪৪৮ টাকা, ০৭ টি মোবাইলফোনসহ জুয়ারী চক্রের চারজন সদস্য আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আমিনপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপিএল, আইপিএল, ফুটবল খেলা ও বিভিন্ন এ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া ও বাজী পরিচালনা চক্রের ৪ জন সদস্যকে আটক করা হয়। Advertisement
আটককৃতরা হলেন মোঃ নুরুজ্জামান শেখ (২৬) পিতা - মোঃ সামাদ শেখ, সাং- নতুনপাড়া,বসন্তপুর, মোঃ হাসান শেখ (৩৩) পিতা - মৃত- মোসলেম উদ্দিন শেখ, সাং- হরিনাথপুর, মোঃ লিমন হোসেন শেখ (২৯) পিতা - মোঃ নজরুল ইসলাম শেখ, সাং- নতুন পাড়া, মোঃ সানোয়ার হোসেন @ সাকিব (২৮) পিতা- মোঃ আবুল কালাম শেখ, সাং- নতুন পাড়া,বসন্তপুর। এ সংক্রান্তে আমিনপুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

No comments