আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ
আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতর অবনিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২,৩ ও ৫ আগস্ট তিন দিন ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট রোববার ও ৪ আগস্ট বুধবার ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহের ২,৩ ও ৫ আগস্ট এই তিন দিন ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা পর্যন্ত। এই তিন দিন ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। Advertisement
চলমান কঠোরতম লকডাউনে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম লকডাউনের মধ্যেও সচল আছে দেশের ব্যাংকগুলো। পুঁজিবাজারেও চলছে লেনদেন। তবে রাজধানীতে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় বেশ কম।Advertisement
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির বাইরে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে গার্মেন্টসহ দেশের অধিকাংশ শিল্পকারখানা ও অফিস।
No comments