রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারে' অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী বিতরণ
করোনা রোগীদের জন্য এফবিসিসিআইয়ের সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, দুটি অক্সিজেন জেনারেটর এবং ১০ হাজার মাক্সসহ বিনামূল্যে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাশুড়িয়ায় 'ডাক্তার রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারে' আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
Advertisement
মেডিকেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রফিকুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ অটো রাইসমিল ওনার অ্যাসোসিয়েটের জেনারেল সেক্রেটারি মো: এম এ আজিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
উল্লেখ্য, 'ডাক্তার রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারটি ডায়গনেস্টিক প্রতিষ্ঠান। শুরু থেকে প্রতিষ্ঠানটি করোনা রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা ও সহযোগিতা করে আসছে।
No comments