× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে করোনার ভয়াবহ রূপ,মা-ছেলেসহ একদিনে মুত্যু ৮

মোঃ সেলিম রেজা বিশেষ প্রতিবেদকঃ ঈশ্বরদীতে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই জেলার সর্বোচ্চ সনাক্ত হচ্ছে ঈশ্বরদীতে। সেই সাথে শুক্রবার (২৩ জুলাই) একদিনে ছেলে-মাসহ ৮ জনের মৃত্যুর ঘটনায় ঈশ্বরদী জুড়ে আতংক ছড়িয়ে পড়ে । শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঈশ্বরদী শহরের গোরস্থান পাড়া এলাকার করোনা উপসর্গ নিয়ে রঞ্জিত আলম রঞ্জু (৫০) মৃত্যুবরণ করেন। রঞ্জুর মৃত্যুর মাত্র দুই ঘন্টা পর তার মা মছিরন বেওয়া (৭২) মৃত্যুবরণ করে। করোনা উপসর্গ নিয়ে মা-ছেলের মৃত্যুর পর ওই এলাকা শোকের ছায়া নেমে আসে । Advertisement
এছাড়াও ঈশ্বরদীর বিশিষ্ট স্যানেটারী ব্যবসায়ী ও শহরের নবাব আলীবদ্দীন সড়কের বাসিন্দা বাবলু প্রামানিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম, দাশুড়িয়া কলেজ পাড়া এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী পেয়ারা খাতুন, দাদপুর গ্রামের রনি প্রামানিকের ছেলে হারেজ প্রামানিক, দাশড়িয়া বাজার এলাকার হামিদ মোল্লার ছেলে কাদের মোল্লা, সাঁড়ার চানমারী এলাকার আব্দুল হকের ছেলে কবির হোসেন, ভাড়ইমারী উত্তর পাড়া গ্রামের কাশেম সরদারের ছেলে নান্টু সরদার ।Advertisement

No comments