কবে, কখন ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল
১৪ বছরের প্রতীক্ষা শেষ। ফের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। স্বপ্নের ফাইনাল। গোটা ফুটবল বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন লিওনেল মেসির হাতে উঠবে কোপার ট্রফি। আর নেইমারদেরও ফের ফেভারিট বলছেন অনেকেই। সব মিলিয়ে জিভে জল আনা এক ম্যাচের মঞ্চ প্রস্তুত।
লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্টত্বের লড়াইয়ে শিরোপা অনেক অনেক বছর ধরে অধরা আর্জেন্টিনার। ২৮ বছর আগে শেষবার কোপার শিরোপা নিয়ে উল্লাস করেছে তারা। এবার মেসিকে ঘিরেই স্বপ্ন বুনছে দলটি। নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা।
বুধবার সকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারাতে অবশ্য বেশ বেগ পেতে হয় তাদের। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র। তারপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। জয়ের নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। যিনি আটকে দিয়েছেন প্রতিপক্ষের তিনটি শট।
এর আগে প্রথম সেমিফাইনালে নেইমার জাদুতে পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে লুকাস পাকেতার গোলে ধরা দেয় ১-০ গোলের জয়। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে সেলেসাওরা।
এবার শিরোপার লড়াই। শতবর্ষ পুরনো এই টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ সময় ১১ জুলাই (রোববার), মারাকানা স্টেডিয়ামে। ফাইনাল শুরু সকাল ৬টায়। মেসি-নেইমার ভক্তরা দিন গুনতে থাকুন!
তারিখ সময় ফাইনাল
১১ জুলাই সকাল ৬টা ব্রাজিল-আর্জেন্টিনা
No comments