× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা পুলিশের আরও একটি মানবিক উদ্যোগ

বরাবরই মানবিক কাজের জন্য জেলাজুড়ে প্রশংসিত হচ্ছেন পাবনা জেলা পুলিশ। অসুস্থ ও অসহায় পথচারীকে পৌছানো এবং একটি ক্ষুদ্র প্রাণীকে বাঁচানোসহ নানা কাজে রয়েছে দৃষ্টান্ত। গতকাল করোনারোগীকে সঠিকভাবে পৌছে দিয়ে যোগ করলেন আরেকটি দৃষ্টান্ত। পাবনা জেনারেল হাসপাতাল, 'র করোনা ইউনিটে চিকিৎসাধীন এ্যাডভোকেট ছিলেন আটঘরিয়ার কুষ্টিয়াপাড়ার মোঃ শাহ আলম মিছিল বঙ্গভাষী (৪৭)। সে মোঃ শাহজাহান আলীর ছেলে। শারীরিক অবস্থার অবনতি হলে সংশ্লিষ্ট হাসপাতাল তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৩ জুলাই, ২০২১ রাত্রি ১১য় ঢাকায় রেফার্ড করনে। কিন্তু তিনি ঢাকায় যাওয়ার জন্য কোন এ্যাম্বুলেন্স কিংবা মাইক্রোবাসের ব্যবস্থা করতে পারছিলেন না। এমন সময় পুলিশ সুপার পাবনা মহিবুল ইসলামকে ফোন করেন তাঁর নিকটতম আত্মীয় স্বজন। মানবিক পুলিশ সুপার তাৎক্ষণিক সদর থাকা ওসিকেএ বিষয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। মুহূর্তেই থানার সেকেন্ড অফিসার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা' জেনারেল হাসপাতাল যাই । Advertisement
তিনি হাসপাতালে গিয়ে গুরুতর অসুস্থ এ্যাডভোকেট মোঃ শাহ আলম @ মিছিল বঙ্গভাষী এর প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে পুলিশ সুপার পাবনা পাঠানো পাবনা'র তারুণ্যের অগ্রযাত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স কর্তৃক সরবরাহকৃত অক্সিজেনর ব্যবস্থা করেন। তারপর পাবনা জেলা পুলিশের অক্সিজেনসহ পাবনা জেলা পুলিশের এ্যাম্বুলেন্স যোগে গুরুতর অসুস্থ মোঃ শাহ আলম @ মিছিল বঙ্গভাষী কে ঢাকায় প্রেরণ করা হয়। পুলিশ সুপার মহিবুল ইসলামের তীক্ষ্ণ নজরদারিতে যথাসময়ে সঠিক চিকিৎসায় পৌছাতে পেরেছে করোনারোগী শাহ আলম। পাবনা পুলিশ সুপার মহবিুল ইসলামের এমন মানবিক দৃষ্টান্তে কৃতজ্ঞতা জানিয়েছেন শাহ আলমের পরিবার। উল্লখ্যে যে, দায়িত্ব পাওয়ার পর থেকেই পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম পুলিশের দায়িত্বর পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করে আসছে। তিনি সম্প্রতি বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার পদকে ভূষিত হন। Advertisement

No comments