মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা
খুলনায় মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে নগরীর টুটপাড়া মেইন রোডের মেসার্স ইসলাম ফার্মেসি ও মেসার্স ড্যাফোডিল ফার্মেসিকে ৪ হাজার টাকা করে এবং চাঁনমারী বাজারের মেসার্স চৌধুরী ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।Advertisement
তাদের বিরুদ্ধে অভিযোগ, মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করেছে। অভিযান চলাকালে ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
No comments