লালপুরে সেন্ট্রাল অক্সিজেন সেবা ও এম্বুলেন্স উদ্বোধন
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাপনা ও নতুন এম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট ২০২১) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফজলুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীন বলেন, আপাতত ১০ টি অক্সিজেন সিলিন্ডার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ১৮ জন রোগীকে একসাথে অক্সিজেন সেবা দেওয়া যাবে। করোনাসহ অন্যান্য রোগীদের উপকারে আসবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল, উপজেলা পরিষদ তহবিল, বিভিন্ন ব্যক্তি-সংগঠন, দলীয় নেতা-কর্মীদের সহায়তায় ১০ লাখ টাকা ব্যয়ে ৪৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, অক্সিজেন প্লান্ট স্থাপন ও নতুন এম্বুলেন্স সেবা হাসপাতালে রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে। ইতোমধ্যে এই হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের সেবা নিশ্চিত করা হবে।আমি আলোর পথের দিশা দিতে চাই, পর্যাপ্ত চিকিৎসক দিয়ে সাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইচকেন্দার মির্জা যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা সহ দলীয় নেতাকর্মীরা।
No comments