ওষুধের গাড়িতে মিলল গাঁজা
একটি সাদা রঙের কাভার্ডভ্যানে লেখা—‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’। এই লেখা দেখে বোঝার উপায় নেই যে, গাড়িটিতে ওষুধ বাদে অন্যকিছু পরিবহন করা হচ্ছে। অথচ গাড়িটির পানির বোতল, টিস্যু বক্স ও ফাঁকা কার্টনের নিচে আড়াল করে ১০০ কেজি গাঁজার চালান যাচ্ছিল। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টায় নওগাঁ জেলার সদর থানার বাইপাস মোড়ের পাকা রাস্তা থেকে তাদের আটক করে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযান পরিচালনাকারী দল।
আটকরা হলেন-মৃত মো. আব্দুল মান্নানের ছেলে মো. শাহজালাল (গাড়িচালক) ও মৃত মো. খুরশিদের ছেলে মো. আবুল বাশার। তারা কুমিল্লার মুরাদনগর থানার দিলারপুরের বাসিন্দা।
রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।Advertisement
তিনি জানান, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’ লেখা সম্বলিত সাদা রঙের কাভার্ডভ্যানটি এলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা, ২১২ মাম পানির বোতল, ২৫০ প্যাকেট টিস্যু বক্স, ২৫টি ফাঁকা প্যাকেট ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।Advertisement
আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
No comments