× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতেই উলিপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ে

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়ে হেলিকপ্টারে চড়ে সম্পন্ন হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয় রাসেল হাসান ও তানজিনার। তারা দুজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, এর পর পরিণয়। এ দিকে শিল্পপতি বাবার ছেলে বর রাসেলের ইচ্ছা প্রেয়সীকে বিয়ে করে আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে বর গেলেন কনের বাড়ি। শুক্রবার কুড়িগ্রাম জেলার উলিপুরে এই বিয়ে হয়। বর রাসেল হাসান রাজধানীর হেমায়েতপুরের শিল্পপতি শাহাজাহান আলীর ছেলে। কনে তানজিনা কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মেয়ে। এ দিকে উলিপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা এবারই প্রথম। এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। হেলিকপ্টারে চড়ে বর আসা দেখতে ভিড় জমায় সবাই। কনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতেই এ আয়োজন। এই প্রথম এ এলাকায় হেলিকপ্টারে চড়ে আমার মেয়ের বিয়ে হলো। তাদের আবদার পূরণ হয়েছে, এটা ভেবে খুব ভালো লাগছে। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। advertisement

No comments