ঈশ্বরদীতে বঙ্গমাতার জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগে জালাল উদ্দিন তুহিন
ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিনে ৯১টি পাখি অবমুক্ত করে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য জালাল উদ্দিন তুহিন।
রোববার সকাল দশটায় ঈশ্বরদী শহরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতির জনকের ম্যুরাল চত্বরে এসব পাখি অবমুক্ত করা হয়। এখান থেকে পাখিগুলো উড়িয়ে দেওয়া হয় আকাশে। Advertisement
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জালাল উদ্দিন তুহিন। মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
এ সময় ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম সুমন, কৃষকলীগ নেতা সোহানুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক দেওয়ান, ইকবাল হোসেন রাজিব, হৃদয় হোসেন ও প্রকৌশলী মিজানুর রহমান মাসুম প্রমুখ।
Advertisement
No comments