× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

বিএনপির নেতা ও বিশিষ্ট শিল্পপতি আকরাম আলী খান সন্জু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও তৃণমূল বিএনপির প্রাণ জাকারিয়া পিন্টুর নির্দেশনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। আজ বুধবার(১ সেপ্টেম্বর) সকাল ০৮ টার সময় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীবের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ট সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, আক্কাস আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা একেএম সাজেদুজ্জামান জিতু, রফিকুল ইসলাম তুহিন, কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, উপজেলা সেচ্ছাসেবকদলের আলামিন হোসেন, ঈশ্বরদী পৌর ছাত্রনেতা নাজমুল হাসান রিসাদ, কলেজ ছাত্রদলের মাহামুদুল ইসলাম শাওন প্রমূখ। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এদিকে আজ বিকাল ৫টায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত খায়রুজ্জামার বাবু ঈদগাহ সংলগ্ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

No comments