পাখির অভয়াশ্রম তৈরির জন্য মারমী শ্রী শ্রী কালীমন্দিরে বৃক্ষরোপন র্কমসূচি
”পাখির অভয়াশ্রম ও জলবায়ু সংরক্ষণকে সামনে রেখে জাতীয় বৃক্ষ রোপন র্কমসূচির আওতায় বৃহস্পতিবার মারমী শ্রী শ্রী কালী মন্দিরে বৃক্ষ রোপন র্কমসূচি পালিত হয়। পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোকলেসুর রহমানের ব্যক্তিগত উদ্দ্যোগে গত বৃহস্পতবিার বিভিন্ন ধরনের ১০১ টি বৃক্ষ পাখির অভয়ারণ্য তৈরির জন্য মন্দির কতৃপক্ষকে প্রদান করা হয়। মন্দিরের চারপাশে দিঘির পাড়ে এই বৃক্ষ রোপন করা হবে বলে জানান সভাপতি নরেশ মধু ।
বৃক্ষ রোপণ র্কমসূচীর উদ্ভোধন করেন পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোকলেসুর রহমান। এসমসয় মন্দিরে উপস্থিত ছিলেন মারমী শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি নরেশ মধু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ৫ নং সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাকী, মন্দির কমিটির উপদেষ্টা প্রদীপ কুমার রাম সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, কমিটির কোষাধ্যক্ষ সন্তোষ সরকার, সহসম্পাদক স্বপন কুমার দাস সহ এলাকার ও মন্দির কমিটির সদস্যবৃন্দ। সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোকলেসুর রহমান ব্যক্তিগতভাবে পাখির অভয়ারণ্য তৈরির জন্য মন্দিরকে নির্বাচন করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ঈশ্বরদী উপজেলায় অবস্থিত মারমী কালী মন্দিরের এই বিশাল জায়গা পাখিদের অভয়ারন্য। আমরা চাই এই উদ্যোগ সফল হোক।
No comments