ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি
পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক এমপির ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্র্র্রতিবাদে ঈশ্বরদীর গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন । ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা অংশ নেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসাদুজ্জামান আসিফ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিএম কাদের, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ¦ সুমার খান,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিশুক প্রধান, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু, প্রেসক্লাবের সদস্য শহিদুল্লাহ খান, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আরকে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, ঈশ্বরদী কল্যাণ সংস্থার সহ-সভাপতি গোপাল অধিকারী, সবুজ দেওয়ান, প্রিন্স তুহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আলী শেখ, সমাজ কল্যান সম্পাদক শিশির মাহমুদ, নির্বাহী সদস্য আফজাল হোসেন খান, উজ্জল প্রধান, সদস্য হারুন অর রশিদ খোকন, আওলাদ হোসেন, শিহাব সুমন, হাসান ইসলাম, খায়রুল বাসার মিঠু, ফারাবি বিন সাকিব, সাঈদ হাসান লিমন, রাকিব বিশ্বাস, জিয়াউল ইসলাম, অপূর্ব চৌধুরী, সন্তোষ দাস, শরিফুল ইসলাম পাপ্পু, অপূর্ব চৌধুরী, পাপ্পু, মুত্তাকিন, রাসেল আলী, রাকিবুল ইসলাম রাকিব, তানজীদ রহমান, আলিফ হাসান, সাব্বির আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।Advertisement
প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু বলেন, এটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধিনতার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন বলে আমরা মনে করি। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকদের একটি কথা বলতে চাই, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ মতার অপব্যবহারকারী দূর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের সুযোগ পেলেই তি করার চেষ্টা করবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এদের মোকাবেলা করতে হবে।
সহ-সভাপতি কে এম আবুল বাসার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে অসত্য অভিযোগ এনে সৈকত আফরোজ আসাদ’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক সাংসদ আজিজুল হক আরজু। Advertisement
সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন বলেন, মিথ্যা মামলা দায়ের করে একজন সাবেক সংসদ সদস্য সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করছেন তা অত্যন্ত দুঃখজনক। আমরা ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একই সঙ্গে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানান পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে তিনি এ মামলাটি দায়ের করেন।
No comments