× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



করোনার সম্মুখ যোদ্ধাদের নিয়ে ক্রিকেট আয়োজন।

ফারাবি বিন সাকিব: ঈশ্বরদীতে করোনার প্রকোপ এখন নিম্নমুখী, তাই একখণ্ড অবসরে নিউ গ্রীন সিটি হসপিটালের উদ্যোগে বিনোদনের জন্য চিকিৎসাকর্মীদের অংশগ্রহনে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। গত তিন মাসে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা যখন ঊর্ধ্বমুখী তখন এইসকল চিকিৎসাকর্মী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসাসেবা দিয়ে গিয়েছেন। মূলত তাদের মনোবল বৃদ্ধি করতেই এমন আয়োজন। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়নে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্রীকান্ত কূমার সানহার পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের রাশিয়ান চিকিৎকবৃন্দ। Advertisement
হাসপাতালের সমন্বয়কারী চিকিৎসক ডা. সাইফুল আলম বলেন, “ গত তিন মাসে আমাদের সকল চিকিৎসা কর্মীরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকই নিজেরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমনকি ঈদের ছুটিও কাটাতে পারেননি। তাই বিনোদনধর্মী এমন আয়োজন চিকিৎসাকর্মীদের কাজের অনুপ্রেরণা আরো বৃদ্ধি করবে।”অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে খেলা শেষে সকলের হাতে পুরষ্কার তুলে দেন ই এস এম মন্তাজ কোম্পানির ড.তাতিয়ানা।

No comments