গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
নাটোরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার(২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ হাজার টাকা মূল্যমানের আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদ হাসান (২০), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুলতান আহমেদ(২৫), আজাহার আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৩৫)। Advertisement
নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার(২৮আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজা, গাঁজা বিক্রি নগদ-১০ হাজার ৯শ টাকাসহ তাদের আটক করা হয়। পরে তারা স্বীকার করে তিনজনই মাদক ব্যবসায়ী। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।Advertisement
No comments