× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জেলের জালে মিলল শিশুর মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের পরদিন বুরুঙ্গা নদীতে জেলের জালে উঠে এলো বিপ্লব মিয়া (১০) নামের এক শিশুর মরদেহ। খবর পেয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের কাঁচামাটিয়া এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার (১১ আগস্ট) বিকেলে কাঁচামাটিয়া এলাকার বুরুঙ্গা নদীতে বিপ্লব মিয়া গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।Advertisement
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ এ বিষয়ে সরিষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘বুধবার বিকেলে বিপ্লব আরও দুই শিশুকে নিয়ে বুরুঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সঙ্গে থাকা দুই শিশু বাড়িতে ফিরে যায়। বিপ্লব সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরে না আসায় নিখোঁজের বিষয়টি এলাকায় জানাজানি হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করলেও বিপ্লবকে পাওয়া যায়নি।’ Advertisement
তিনি আরও বলেন, ‘সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে নদীতে জাল ফেলে। পরে জালে আটকে বিপ্লব মিয়ার মরদেহ উঠে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’

No comments