× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বেড়া প্রেসক্লাবের মানববন্ধন, হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি

পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১ টায় পাবনা বেড়া প্রেস ক্লাবের উদ্যোগে বেড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেড়া প্রেস ক্লাবের সভাপতি শফিউল আযমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য বকুল মোল্লা, সহ সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, বরুণ রায়, হারুনর রশীদ, ডাঃ আব্দুল হান্নান সহ বেড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।Advertisement
মানববন্ধনে বেড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অধ্যাপক আবুল কালাম আযাদ এ মামলাটিকে হয়রানী ও ষড়যন্ত্র মূলক মামলা হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মুক্ত সাংবাদিকতা অন্তরায় দুর করার দাবী জানান। এছাড়াও সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । তারা অবিলম্বে নি:শর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।Advertisement
মামলাটিকে হয়রাণীমূলক মামলা হিসেবে আখ্যায়িত করে গত কয়েকদিন ধরে পাবনা জেলার গণমাধ্যমকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন। গত ৮ মার্চ সাবেক সাংসদ আজিজুল হকের পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। এ সময় দুজনকে আটক করেন পুলিশ। এ সংক্রান্ত একটি খবর অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল ২৪ ডট কম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়।

No comments