নির্মাতা চয়নিকা চৌধুরী আটক
নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে ডিবির দায়িত্বশীল একটি সূত্র।
সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ থেকে চয়নিকাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। চয়নিকা চৌধুরী সম্প্রতি গ্রেফতার হওয়া নায়িকা পরীমণির খুবই ঘনিষ্ঠ। বোট ক্লাবের ঘটনার পরও বিভিন্ন সময় চয়নিকা ও পরীকে এক সাথে দেখা গেছে।
সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে অনেক্ষণ তার সঙ্গে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেওয়া হয় চয়নিকাকে।
ডিবি সূত্রে জানা গেছে, সদ্য গ্রেফতার হওয়া মডেল পিয়াসা, মৌ এবং পরীমণিসহ বেশ কয়েকজনকে ব্যবসায়ীদের ডিজে পার্টি এবং মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিনেত্রী ও অভিনেতার সঙ্গে প্রেম করিয়ে দেওয়া, বিচ্ছেদে সহযোগিতা, মাদক সরবরাহসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতেই তাকেও আটক করা হয়েছে।
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সে সিনেমার নায়িকা পরীমণি।Advertisement
No comments